গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনিরা ঈদুল আজহা উদযাপন করেছে এক অনন্য দৃঢ়তায়। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে, পবিত্র আল-আকসা মসজিদে প্রায় ৮০ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেছে। তবে অধিকৃত পশ্চিম তীরের বহু ফিলিস্তিনি চলাচলের ওপর ইসরায়েলি বিধি-নিষেধের কারণে জেরুজালেমে ঈদের নামাজে অংশ নিতে পারেনি। গাজায়, ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত মসজিদের ধ্বংসাবশেষে নামাজ আদায় করেছে শত শত মুসল্লি। ঈদুল আজহার ঐতিহ্যবাহী পশু কোরবানির জন্য প্রয়োজনীয় পশু সরবরাহ বন্ধ থাকায়, অনেকেই কোরবানি করতে পারেনি। গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৪ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যামূলক হামলা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে, প্রায় ৫৪ হাজার ৭০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এই সময়ে গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দার জন্য দুর্ভিক্ষের আশঙ্কা করছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ চালানোর অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে।