বাসভাড়া সিন্ডিকেটের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে রাশেদ খাঁনের প্রশংসা

ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাসমালিক, চালক ও হেলপারদের একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই উদ্যোগের প্রশংসা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

শুক্রবার সকাল ১০টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন লেখেন, “বাসভাড়া সিন্ডিকেটের বিরুদ্ধে সেনাবাহিনীর অ্যাকশনকে স্বাগত জানাই। সকল সিন্ডিকেট ও অন্যায়-অনিয়ম, চাঁদাবাজি, দুর্নীতি, বাণিজ্য, মাস্তানি ও রাহাজানি, মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীকে এভাবেই তৎপর হওয়ার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের আস্থা, জনগণের সর্বশেষ আশ্রয় ও ভরসার নাম।”

ফেসবুক পোস্টে সমাজে ন্যায় ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন লেখেন, “সমাজটা সুন্দর হোক, জীবনটা নিরাপদ হোক। আর সেই সুন্দর সমাজব্যবস্থা বিনির্মাণে আসুন সকলে অন্যায়কে না বলি, সকলে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গঠন করি।”

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে সেনাবাহিনীর কয়েকটি অভিযানের ভিডিও ছড়িয়ে পড়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।