“বিদেশে বসে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না” — ওবায়দুল কাদের
গত বছরের জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত অভ্যুত্থানে অন্তত ১,৪০০ জন নিহত হয়েছেন বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কি ক্ষমা চাইবে — এমন প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্ট করে জানিয়েছেন, “ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে। দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইবো কেমন করে?”
সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে বাংলাদেশ থেকে পালিয়ে তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন এবং সেখান থেকেই বিবিসির সঙ্গে কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, “সব কিছুরই মূলসূত্র দেশ। যদি কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় থাকে, সেটার প্রতিফলন হবে দেশের মাটিতেই, আমাদের রাজনৈতিক ভাবনার মধ্য দিয়ে।”
তিনি আরও বলেন, “যখন দেশে শান্তি ও স্থিতি ফিরবে, এবং আমরা সক্রিয়ভাবে রাজনীতি করতে পারব, তখন যদি মনে হয় কোনো ভুল হয়েছে, তাহলে দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমরা কখনো পিছিয়ে থাকব না।”