গাবতলীতে টিকিট নেই, গন্তব্য অনিশ্চিত—বাড়ছে ভোগান্তি
ঈদ যাত্রার চাপ বাড়তেই গাবতলী বাস টার্মিনালে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে টার্মিনাল ও আশপাশের সড়কে হাজারো মানুষ টিকিটের জন্য ছুটোছুটি করছেন, কিন্তু অধিকাংশ কাউন্টারে নেই কোনো টিকিট। পরিবার নিয়ে অনেকে পড়েছেন চরম বিপাকে।
কোনো কোনো যাত্রী বাধ্য হয়ে দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিয়ে লোকাল বাস, পিকআপ বা ট্রাকেও উঠছেন। কাউন্টারগুলোর অভিযোগ, যানজট ও পূর্বে বুকিং দেওয়া যাত্রীদের চাপের কারণে নতুন যাত্রী তোলার সুযোগ নেই।
গরমে নাজেহাল যাত্রীদের অভিযোগ, তারা এক কাউন্টার থেকে আরেকটিতে ঘুরে অবশেষে রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হচ্ছেন।
শাহ ফতেহ আলী পরিবহনের ম্যানেজার বলেন, "১২টার গাড়ি এখনও (সাড়ে ৩টায়) আসেনি। যানজটে সব এলোমেলো। অনলাইনে টিকিট শেষ, নতুন করে কিছুই করা যাচ্ছে না।"
অন্যদিকে, কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে স্বীকার করেছেন সংশ্লিষ্টরা। কেউ কেউ ৫৫০ টাকার স্থলে নিচ্ছেন ৯০০ টাকা, যুক্তি—"আমরা যাত্রী নিয়ে যাচ্ছি, আসবো খালি।"
এমন দুরবস্থার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও যানজট ও ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন। ঈদের আগে ঢাকার বাইরে যেতে চাওয়া মানুষদের জন্য গাবতলী এখন এক অনিশ্চয়তার নাম।