ইসরাইল হামলা চালিয়ে গেলে আরও কঠিন জবাব দেবে ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইসরাইল যদি আগ্রাসন বন্ধ না করে, তাহলে ইরান আগের চেয়ে আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার পথে থেকেছি। তবে শান্তির পথ তখনই সুগম, যখন জায়নবাদী বাহিনী তাদের সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করবে এবং স্থায়ীভাবে তা বন্ধ রাখার নিশ্চয়তা দেবে।”
তিনি আরও বলেন, “ইরান কারও সঙ্গে যুদ্ধ চায় না, কিন্তু দেশের নিরাপত্তা ও সম্মান রক্ষায় প্রয়োজন হলে কঠিন থেকে কঠিনতম জবাব দিতে আমরা প্রস্তুত।”