তাসনিয়া ফারিণ: প্রথম বাণিজ্যিক ছবিতেই বাজিমাত, আসছে ‘ইনসাফ-২’
এবারের ঈদে মুক্তি পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ইনসাফ। এটি তার দ্বিতীয় চলচ্চিত্র হলেও প্রথম বাণিজ্যিক ছবি। আর প্রথম ছবিতেই বাজিমাত করেছেন তিনি—দর্শকপ্রিয়তা এবং প্রশংসা দুটিই কুড়িয়েছেন।
ঈদে শাকিব খানের তাণ্ডব-এর পর ইনসাফ-ই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। গানে, অ্যাকশনে আর অভিনয়ে ফারিণের উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষ করে আকাশেতে লক্ষ তারা গানে তার পারফরম্যান্স দর্শকমহলে বেশ প্রশংসিত হচ্ছে। অনেকেই বলছেন, চলতি সময়ের নায়িকাদের খরা কাটিয়ে সম্ভাবনার নতুন আলো দেখিয়েছেন ফারিণ।
এমন জনপ্রিয়তার মাঝে এসেছে ইনসাফ-২ নির্মাণের ঘোষণা। পরিচালক সঞ্জয় সমাদ্দার জানিয়েছেন, আগামী কোরবানির ঈদে মুক্তির লক্ষ্যে চিত্রনাট্য তৈরির কাজ চলছে পুরোদমে। আগের মতো এবারও থাকছেন ফারিণ, সঙ্গে থাকবেন মোশাররফ করিম ও শরিফুল রাজ। আরও বড় পরিসরে নির্মিত হবে সিক্যুয়ালটি, যেখানে থাকবে চমকপ্রদ কিছু সংযোজন।
এদিকে, ফারিণের সিনেমা-ভাগ্য যেন হঠাৎ করেই খুলে গেছে। ইনসাফ-এর সাফল্য এখনো টাটকা, এর মাঝেই নিশ্চিত হয়েছে দ্বিতীয় কিস্তিতে তার অংশগ্রহণ। পাশাপাশি আরও বেশ কিছু সিনেমা ও ওটিটি প্রজেক্টের প্রস্তাব পেয়েছেন তিনি।
তবে সবকিছু ছাপিয়ে ফারিণ রয়েছেন ভীষণ সচেতন। ছোট পর্দায় যেমনটা ছিলেন, বড় পর্দাতেও তেমন হিসেব-নিকেশ করে এগোতে চান তিনি। নিজেই বলেন,
“আমি সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চাই। হুটহাট করে কাজ করতে চাই না। আরও কিছু ছবির প্রস্তাব পেয়েছি—চিত্রনাট্য পড়ে, বুঝে শুনেই সিদ্ধান্ত নেবো।”
সব মিলিয়ে বলা যায়, তাসনিয়া ফারিণের ভাগ্য রীতিমতো সুবর্ণ সময় পার করছে—তার ক্যারিয়ারের আকাশে এখন সত্যিই লক্ষ তারা।
