ইসরায়েলের ‘অন্যায়’ হামলার বিরুদ্ধে ঐক্যের আহ্বান ইরানি প্রেসিডেন্টের

ইসরাইলের ‘অন্যায়’ হামলার মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার পার্লামেন্টে এক ভাষণে তিনি বলেন, "শত্রুরা হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে ইরান ও এর জনগণকে দমন করতে পারবে না। আমাদের রয়েছে শত শত বীর, যারা প্রতিটি হামলার পরও পতাকা বহন করে এগিয়ে যাবে।"

তিনি জানান, সঙ্ঘাত নিরসনে ইরান কূটনৈতিক পথ উন্মুক্ত রেখেছে এবং আলোচনা ও সংলাপে বিশ্বাস রাখে। তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়।

পারমাণবিক ইস্যুতে পেজেশকিয়ান বলেন, "ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তবে জনগণের কল্যাণে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদন ও গবেষণার অধিকার আমাদের রয়েছে।"

সূত্র: বিবিসি