যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে পৌঁছেনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক এক চিঠির মাধ্যমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি চান, ড. ইউনূসের আসন্ন লন্ডন সফরের সময় এ সাক্ষাতের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিদ্যমান ‘ভুল বোঝাবুঝির’ অবসান ঘটাতে।
চিঠিতে টিউলিপ উল্লেখ করেন, তিনি যুক্তরাজ্যের নাগরিক এবং দীর্ঘদিন ধরে হ্যাম্পস্টেড ও হাইগেটের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে তার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই। তবে বাংলাদেশ তার হৃদয়ে আছে।
টিউলিপ লিখেছেন, তার খালা শেখ হাসিনার সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) যেসব অভিযোগ এনেছে, সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। তিনি দাবি করেন, এসব অভিযোগ সম্পর্কে বাংলাদেশ কর্তৃপক্ষ তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি।
প্রসঙ্গত, গত বছর ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপও যুক্তরাজ্যের অর্থনৈতিক দায়িত্বে থাকা সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন। তবে যুক্তরাজ্য সরকার তার বিরুদ্ধে আনীত কোনো অভিযোগের সত্যতা পায়নি।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “৫ জুন থেকে আমরা ছুটিতে আছি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি পৌঁছায়নি।”