ইরানে হামলা হলে লোহিত সাগরে মার্কিন জাহাজ লক্ষ্যবস্তু হবে: হুথিদের হুঁশিয়ারি

ইরানে সামরিক অভিযান চালালে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা।

এর আগে হুথি গোষ্ঠী ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল, যার আওতায় লোহিত সাগরের জাহাজগুলোতে হামলা বন্ধ রাখা হয়। তবে হুথিরা তখন জানিয়েছিল, তারা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালিয়েছিল।

এই পরিস্থিতিতে মার্কিন প্রতিক্রিয়া ছিল কঠোর। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন হুথি অবস্থানে বিমান হামলা শুরু করেন, যা ট্রাম্প প্রশাসনের সময় আরও তীব্র হয়ে ওঠে।