যুক্তরাষ্ট্রের হামলা ‘যুদ্ধের সূচনা’: হুথিদের হুঁশিয়ারি

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেনের ইরানপন্থি হুথি গোষ্ঠী। তারা এটিকে কোনো বিচ্ছিন্ন হামলা নয়, বরং যুদ্ধের সূচনা হিসেবে অভিহিত করেছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেন, “ডোনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধ শুরু ও শেষ করতে চান—তার কর্মকাণ্ডে সেটিই স্পষ্ট।” তিনি আরও যোগ করেন, “একটি-দুটি স্থাপনায় বোমা বর্ষণ যুদ্ধের সমাপ্তি নয়, বরং এর সূচনা। পালানোর সময় শেষ।”

এর আগে হুথিরা হুঁশিয়ারি দিয়েছিল, ইরানে হামলার জবাবে লোহিত সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলো তাদের টার্গেট হবে।

অন্যদিকে ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায়—ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে—হামলা চালিয়েছে এবং সব মার্কিন বিমান নিরাপদে ফিরেছে। তিনি আরও একটি পোস্টে শেয়ার করেন, ফোরদো স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে গোয়েন্দা তথ্যে উল্লেখ রয়েছে।