ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা ‘বিপজ্জনক নজির’, ইসরায়েলকে দ্রুত অস্ত্র বিরতির আহ্বান চীনের
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে চীনের জাতিসংঘ দূত ফু কং বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা ‘বিপজ্জনক নজির’ তৈরি করেছে, যার পরিণতি হতে পারে ‘বিপর্যয়কর’। তিনি বলেন, পারমাণবিক ইস্যুতে অবিলম্বে সংলাপ ও আলোচনার পথে ফিরে যাওয়া জরুরি।
চীনা দূতের মতে, পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগেই ইসরায়েলের উচিত যত দ্রুত সম্ভব অস্ত্র বিরতি ঘোষণা করা।
প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। চলমান এই সংঘাতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন। — সূত্র: আল-জাজিরা