নারীরাই ছিলেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঢাল: আফরোজা আব্বাস
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঘর-সংসার সামলে রাজপথের প্রতিবাদে তারা ছিলেন প্রথম সারিতে, সত্যিকার অর্থেই তারা হয়ে উঠেছেন আন্দোলনের ঢাল। এজন্য নারী নেতৃত্বের যথাযথ মূল্যায়ন করা জরুরি।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে গাজীপুর জেলা মহিলা দলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আফরোজা আব্বাস বলেন, দলের মূল কাঠামোতেও নারীদের আনুপাতিক হারে স্থান দিতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নারী নেতৃত্বের মূল্যায়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন। দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার ২৪ নম্বর ধারায় নারীর মর্যাদা ও প্রতিনিধিত্বের কথা বলেছেন, যা বাস্তবায়িত হলে নারীর অবস্থান আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, কাপাসিয়ার কৃতী সন্তান ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ সবসময় জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। তিনি ছিলেন আমার স্বামীর বড় ভাইয়ের মতো। তার রেখে যাওয়া উত্তরসূরি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ আমার সন্তানতুল্য, যিনি আন্দোলনে জেল-জুলুমসহ নানা নিপীড়নের শিকার হয়েছেন। আমি তাকে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানাই।
তিনি গাজীপুর জেলা মহিলা দল এবং কাপাসিয়া উপজেলা মহিলা দলসহ সকল ইউনিটের নেত্রীদের সফল অনুষ্ঠান আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
কাপাসিয়া সদরের মডিউল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গুলনাহার বেগম। সভায় প্রধান বক্তা ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, ঢাকা মহানগর মহিলা দল নেত্রী তাবাসসুম টুম্পা, মো. সেলিম হোসেন আরজু এবং আরও অনেকে।
সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এফ এম কামাল হোসেন, যুবদল নেতা জুনায়েদ হোসেন লিয়ন, মহিবুর রহমান, আশরাফুল আলম সোহেল, মফিজ উদ্দিন, মেহেদী হাসান বাচ্চু প্রমুখ।