ইসরাইলকে সামরিক সহায়তায় যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি
যুদ্ধবাজ ইসরাইলকে সরাসরি সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ অস্থিতিশীলতা সৃষ্টি হবে—এমন কঠোর সতর্কবার্তা দিয়েছে রাশিয়া।
রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তার মন্তব্য বুধবার প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
রিয়াবকভ বলেন, “আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি—ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়া বা এমন বিবেচনাও পরিস্থিতিকে মারাত্মকভাবে অস্থির করে তুলবে।” তিনি জানান, চলমান উত্তেজনার মধ্যেও মস্কো এখনো ইসরাইল ও ইরান—উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ বজায় রেখেছে।
‘সংকট চূড়ান্ত পর্যায়ে’
এদিকে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিন বলেন, “ইরান ও ইসরাইলের মধ্যে পরিস্থিতি এখন চূড়ান্তভাবে সংকটপূর্ণ। অল্প উসকানিতেই তা বিস্তৃত যুদ্ধে রূপ নিতে পারে।”
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আলোচনায় ইরান হামলার সম্ভাবনা
রাশিয়ার হুঁশিয়ারির আগেই এক মার্কিন সূত্র জানায়, ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মহল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। এরই মধ্যে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, “আমরা জানি তথাকথিত ‘সুপ্রিম লিডার’ কোথায় লুকিয়ে আছে… তবে এখনই তাকে হত্যা করব না। ধৈর্য ফুরিয়ে আসছে।”
রাশিয়ার অবস্থানের তাৎপর্য
-
রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং সিরিয়ায় ইরান-সমর্থিত বাহিনীর সঙ্গে কাজ করছে।
-
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যপ্রাচ্য নীতির ঘোর বিরোধী মস্কো এবার সরাসরি হুঁশিয়ারি দিয়ে নিজেদের অবস্থান আরও পরিষ্কার করল।
-
এই অবস্থান শুধু কূটনৈতিক নয়; এটি নতুন এক রুশ-মার্কিন ভূরাজনৈতিক সংঘাতের বার্তাও দেয়, বিশেষ করে যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইসরাইলের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ে।
সূত্র: ইন্টারফ্যাক্স, রয়টার্স, সিএনএন