ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চান টিউলিপ, ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে চান বাংলাদেশের সঙ্গে
যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের সঙ্গে চলমান বিরোধ নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মুদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান। লন্ডন সফরের সময় ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য তিনি চিঠি দিয়েছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
চিঠিতে টিউলিপ জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাকে কেন্দ্র করে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে যে ‘ভুল বোঝাবুঝি’ তৈরি হয়েছে, তা আলোচনার মাধ্যমে দূর করতে চান তিনি। পাশাপাশি তিনি তার খালা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কের বিষয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করতে চান।
টিউলিপ সিদ্দিক বলেন, তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যের জনগণের প্রতিনিধি হিসেবে এক দশক ধরে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে তার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই। তিনি দাবি করেন, দুদকের তদন্ত ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং তার সঙ্গে কখনও যোগাযোগ করা হয়নি।
দুদক টিউলিপ ও তার মা শেখ রেহেনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জমি দখলের অভিযোগ এনেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ। তিনি অভিযোগ করেন, তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমে প্রচার করা হলেও তার আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
গত মাসে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং যুক্তরাজ্য সরকার যথাযথ প্রমাণ ছাড়া তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না।
প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। গত বছর ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পদচ্যুত হয় এবং বর্তমানে একটি অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে।