ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরাইলে। তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানছে বহু উঁচু ভবনে। ফলে মৃত্যু ভয়ে ঘর ছেড়ে পালিয়েছেন ৮ হাজারেরও বেশি ইসরাইলি নাগরিক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইরানের হামলায় বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৮,০০০ মানুষ। ইসরাইলের সম্পত্তি কর ক্ষতিপূরণ তহবিলের বরাতে প্রতিবেদনে বলা হয়, ভবন ও যানবাহনের ক্ষতির জন্য এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার আবেদন জমা পড়েছে।
এদিকে, পাল্টা প্রতিক্রিয়ায় ইসরাইলের ড্রোন হামলাও অব্যাহত রয়েছে। শুক্রবার অষ্টম দিনের মতো তেহরানে হামলা চালায় ইসরাইল। ইরানি সংবাদমাধ্যম আসরিরান জানায়, রাজধানী তেহরানের কেন্দ্রীয় গিশা জেলার একটি আবাসিক ভবনের অ্যাপার্টমেন্টে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়।
এই টানাপোড়েন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে।