ডা. শফিকুর রহমানের গোপন বিদেশ সফরের গুঞ্জন ভিত্তিহীন, জামায়াতের তীব্র প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাম্প্রতিক সময়ে গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেছে দলটি। এ নিয়ে রোববার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান অতি সম্প্রতি কাতার বা অন্য কোনো বিদেশ সফর করেননি। তিনি দেশেই অবস্থান করছেন এবং নির্ধারিত কর্মসূচিতে অংশ নিয়েছেন।”

জামায়াতের বিবৃতিতে ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত আমীরের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।

২৮ মে সকালে তিনি শাহবাগ মোড়ে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা জানান এবং পরে মগবাজার আল-ফালাহ মিলনায়তনে মতবিনিময় করেন। ওই দিনই বিকেলে তিনি মগবাজার কাজী অফিস লেনে অধ্যাপক গোলাম আযমের কবর এবং আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও আজহারুল ইসলামের স্ত্রীর কবর জিয়ারত করেন।

পরদিন ২৯ মে তিনি দিনভর রাজধানীর বসুন্ধরায় নিজ বাসভবনে অবস্থান করেন এবং রাতের সময় কাটান জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে। ৩০ মে সকালে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন এবং সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন।

দলটি দাবি করেছে, ওই দুই দিনে কেন্দ্রীয় কার্যালয়ে তার উপস্থিতির সিসিটিভি ফুটেজ রয়েছে, যা ইচ্ছুকরা যাচাই করতে পারেন।

এছাড়া ৩০ ও ৩১ মে রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা ও মহানগর কর্মপরিষদের আয়োজিত শিক্ষাশিবিরেও তিনি প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং বক্তব্যের সারাংশ দৈনিক সংবাদপত্রেও ছাপা হয়েছে বলে জানানো হয়।

৩১ মে সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর গমন করেন এবং সন্ধ্যায় ঢাকায় ফিরে আসেন।

এ প্রসঙ্গে মাওলানা মা’ছুম বলেন, “আমাদের বিশ্বাস, আমীরে জামায়াতকে বিতর্কিত ও জনগণের চোখে হেয় করার উদ্দেশ্যেই এই ভিত্তিহীন গুজব ছড়ানো হয়েছে।”