যুক্তরাষ্ট্রের হামলার তথ্য নিশ্চিত করল ইরান, বলল—‘পারমাণবিক ক্ষতি হয়নি’
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার খবর নিশ্চিত করেছে তেহরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফোরদো পারমাণবিক স্থাপনায় কিছু কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও পারমাণবিক উপাদান নিরাপদ রয়েছে।
তাসনিম সংবাদ সংস্থা জানায়, কোম প্রদেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার পর শত্রুপক্ষের একটি হামলায় ফোরদোর আংশিক ক্ষতি হয়। কোম প্রাদেশিক ক্রাইসিস ম্যানেজমেন্ট হেডকোয়ার্টারের মুখপাত্র মোর্তেজা হায়দারি বলেন, “ফোরদোর কিছু অংশে শত্রু বিমান হামলার প্রভাব পড়েছে।”
তবে ইরান দাবি করছে, হামলার আগেই তিনটি পরমাণু কেন্দ্র—ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান—থেকে তেজস্ক্রিয় উপাদান সরিয়ে নেওয়া হয়েছিল। ইরনার খবরে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, এসব স্থাপনায় এমন কোনো পদার্থ ছিল না যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করতে পারে।
রাষ্ট্রীয় টেলিভিশনের উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি এক সরাসরি সম্প্রচারে বলেন, “ট্রাম্পের দাবি যদি সত্যিও হয়, আমরা বড় কোনো ক্ষতির মুখে পড়িনি। কারণ পারমাণবিক উপকরণ আমরা আগেই সরিয়ে নিয়েছিলাম।”
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করে জানান, যুক্তরাষ্ট্র সফলভাবে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। বিশেষভাবে ফোরদো স্থাপনাটি ছিল হামলার অন্যতম লক্ষ্য, যেখানে ২৬২ ফুট গভীরে ভারি বোমা ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি।