কোরবানি ঘিরে দুদিনে নিটোরে আহত ৬৪১ জন, জরুরি অস্ত্রোপচার ১৮১ জনের

ঈদুল আজহা ঘিরে পশু কেনা ও কোরবানি দেওয়ার সময় দুর্ঘটনায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) গত দুদিনে চিকিৎসা নিয়েছেন মোট ৬৪১ জন। তাদের মধ্যে ১৮১ জনের জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে।

নিটোর কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগের দিন (৭ জুন) পশু কেনার সময় এবং ঈদের দিন (৮ জুন) কোরবানি দিতে গিয়ে এই আহতদের হাসপাতালে আসতে হয়। তাদের মধ্যে কেউ পশুর লাথিতে আহত হয়েছেন, কেউবা কোরবানির ছুরি-কাছি ব্যবহারে কেটে বা আঘাত পেয়ে।

হাসপাতালের জরুরি বিভাগের কনসালটেন্ট ডা. রিপন ঘোষ বলেন,

  • ঈদের দিন চিকিৎসা নিয়েছেন ৩২৫ জন

    • জরুরি অস্ত্রোপচার: ১০২ জন

  • ঈদের আগের দিন এসেছেন ৩১৬ জন

    • অস্ত্রোপচার লেগেছে: ৭৯ জন

হাসপাতালে ভর্তি আছেন ২০৭ জন এবং প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে ৪৩৪ জনকে

ঈদের দ্বিতীয় দিন রোববারও (৮ জুন) সকাল থেকে রোগী আসার ধারা অব্যাহত রয়েছে। নিটোর ঘুরে দেখা যায়, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ৭০–৮০ জন নতুন রোগী চিকিৎসা নিতে এসেছেন।

ডা. রিপন ঘোষ আরও বলেন,

“ঈদের দিন যারা এসেছেন তাদের অনেকের হাত-পা কেটে গেছে, কারও রগ কেটে গেছে। আর আগের দিন যারা এসেছেন তাদের বেশিরভাগই পশুর লাথিতে হাত-পা ভেঙেছেন। গুরুতর আহত না হলে প্রাথমিক চিকিৎসা দিয়েই ছেড়ে দেওয়া হচ্ছে।”

নিরাপত্তা ও সচেতনতার অভাবেই এমন বিপুল সংখ্যক মানুষ কোরবানি ঘিরে আহত হচ্ছেন বলে চিকিৎসকদের অভিমত।