দুই হত্যা ও এক হত্যাচেষ্টা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন খারিজ করেছেন আদালত।
সোমবার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদ তিনটি মামলার শুনানি শেষে এ আদেশ দেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ৩ সেপ্টেম্বর পোশাককর্মী মিনারুল হত্যা, ১৩ সেপ্টেম্বর মো. তুহিন হত্যা এবং ১১ সেপ্টেম্বর নাদিম হত্যাচেষ্টার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা হয়। এসব মামলায় জামিন চেয়ে আইভীর পক্ষে আবেদন করা হলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত জামিন নামঞ্জুর করেন।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন দাবি করেন, “মামলার এজাহারে আইভীর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। কোথাও তার নাম বা সংশ্লিষ্টতার উল্লেখ নেই। ৫ আগস্টের ঘটনার পর অনেক নেতা এলাকা ছেড়ে গেলেও আইভী পালাননি।”
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়ন বলেন, “আইভী মামলাগুলোতে হুকুমের আসামি। একটি হত্যা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আদালত সেই প্রেক্ষিতেই জামিন নামঞ্জুর করেছেন।”
উল্লেখ্য, গত ৯ মে শহরের পশ্চিম দেওভোগে নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। মিনারুল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে ২৭ মে দুই দিনের রিমান্ড শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।