ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ইসরাইলের হামলা, ইসফাহান ও তেহরানে বিস্ফোরণ
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। ইসফাহানের নিরাপত্তা সংক্রান্ত ডেপুটি গভর্নর আকবর সালেহি হামলার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে শনিবার রাতে ইরানি গণমাধ্যমগুলো জানায়, রাজধানী তেহরানের নোবোনিয়াদ এলাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেকটি স্থাপনাও হামলার শিকার হয়েছে।
ইসরাইলের এই ধারাবাহিক হামলায় প্রাণহানিও ঘটেছে। পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর বাহরাম সারমাস্ত জানিয়েছেন, প্রদেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জন সামরিক সদস্য এবং একজন ইরানি রেড ক্রিসেন্টের কর্মী। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫৫ জন।
এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানের একটি ভবনে চালানো হামলায় ২০ জন শিশুসহ অন্তত ৬০ জনের প্রাণহানি হয়েছে।
তবে সরকারিভাবে এখনও পর্যন্ত হামলাগুলোতে মোট হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।