সাবেক প্রেমিকার সঙ্গে কোহলির ছবি ভাইরাল, ফের আলোচনায় পুরনো প্রেমকাহিনি

বলিউড তারকা আনুশকা শর্মার সঙ্গে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেট আইকন বিরাট কোহলি। তাদের ঘরে আছে দুটি সন্তান—ভামিকা ও আকায়। তবে আনুশকার আগেও বিরাটের ব্যক্তিজীবন ঘিরে কম আলোচনা হয়নি। বিশেষ করে বলিউডে পা রাখা ব্রাজিলিয়ান অভিনেত্রী ইসাবেলা লেইতের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছিল টক অব দ্য টাউন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইসাবেলার সঙ্গে বিরাট কোহলির পুরনো কিছু ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে। আর তাতেই ফের আলোচনায় এসেছে এই জুটির অতীত প্রেমকাহিনি।

ব্রাজিলীয় বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী ইসাবেলা লেইতে বলিউডে পা রাখেন ২০১২ সালে, আমির খানের ‘তালাশ’ ছবির মাধ্যমে। ওই সময় বিজ্ঞাপনের একটি শুটিংয়ে বিরাট কোহলির সঙ্গে তার পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় ঘনিষ্ঠতা। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা টিকেছিল প্রায় দুই বছর।

বিরাট যদিও এই সম্পর্ক নিয়ে কখনো মুখ খোলেননি, তবে ইসাবেলা ২০১৪ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, "ভারতে আসার পর আমার প্রথম বন্ধু ছিল বিরাট কোহলি। আমরা প্রায় দুই বছর ডেট করেছি, তবে সেটা কখনো প্রকাশ্যে আনতে চাইনি।"

ইসাবেলা ২০২০ সাল পর্যন্ত বলিউড ও দক্ষিণী সিনেমায় কাজ করলেও বর্তমানে তিনি বিনোদন দুনিয়া থেকে অনেকটা দূরে। এখন কাতারের দোহায় বসবাস করছেন এবং দুই মেয়েকে নিয়ে পারিবারিক জীবনে মন দিয়েছেন।