প্রভাসের সঙ্গে প্রথম মুহূর্তকে ‘জীবনের সেরা’ বললেন মালবিকা

দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় আসছেন অভিনেত্রী মালবিকা মোহানান। চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে চলেছে মারুতি পরিচালিত হরর-কমেডি-রোমান্টিক ঘরানার এই সিনেমা, যেখানে প্রভাস ও মালবিকার সঙ্গে আছেন নিধি আগারওয়ালও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভাসের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন মালবিকা। প্রভাসের সঙ্গে প্রথম দেখা কেমন ছিল—এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, “সিনেমার সেটে ওনার সঙ্গে প্রথম দেখা। সেটা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। অন্য এক সিনেমার শুটিং শেষে হায়দরাবাদে ফিরেছি, শরীর ছিল ক্লান্ত। ঘুমও হয়নি। কিন্তু প্রভাস স্যারকে দেখেই যেন সব ক্লান্তি মিলিয়ে গেল। প্রথম দর্শনেই মনে হলো—তিনি দারুণ প্রাণবন্ত, বন্ধুবৎসল এবং অত্যন্ত আকর্ষণীয় একজন মানুষ। আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম, তার আচরণ ছিল খুব আন্তরিক।”

মালবিকা জানান, এই সিনেমায় তার চরিত্রটি খুব সুন্দরভাবে রচনা করেছেন পরিচালক মারুতি। “এই ছবির অংশ করতে আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য নির্মাতাকে আমি ধন্যবাদ জানাই,” বলেন তিনি।

এর আগে ‘তাঙ্গালান’ সিনেমায় চিয়ান বিক্রমের বিপরীতে একেবারে গ্ল্যামারহীন গ্রামীণ মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন মালবিকা। এবার ‘দ্য রাজা সাব’-এ আসছেন একেবারে ভিন্ন এক লুকে। “আমি চাই চরিত্র নির্বাচনে ভারসাম্য থাকুক। ‘তাঙ্গালান’-এর মতো সিনেমা আমাকে শিল্পী হিসেবে চ্যালেঞ্জ করেছে। তবে এবার নিজের নাচ, গ্ল্যামার আর পোশাকের দিকটিও তুলে ধরতে চেয়েছি,” বলেন তিনি।

বর্তমানে ‘সরদার-২’ সিনেমার শুটিং করছেন মালবিকা, যেখানে দক্ষিণী অভিনেতা কার্থির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এই সিনেমা নিয়ে তিনি বলেন, “এখানে প্রচুর অ্যাকশন করতে হয়েছে আমাকে। চরিত্রটাও বেশ গম্ভীর। সব সময় চেয়েছি আমার সিনেমার বাছাইয়ে যেন একটা ‘স্বাস্থ্যকর বৈচিত্র্য’ থাকে। একঘেয়েমি এড়াতে পারাই আমার সৃজনশীল আনন্দ।”

এ ছাড়া মালয়ালম সিনেমা ‘হৃদয়াপুরভম’-এ তিনি কাজ করেছেন বর্ষীয়ান অভিনেতা মোহনলালের সঙ্গে। “তার সঙ্গে কাজ করাটা ছিল অসাধারণ এক অভিজ্ঞতা,” বলেই মজার ছলে যোগ করেন, “আমি মজা করে তাকে 'পুকি লাল' বলে ডাকতাম!”

শিগগিরই নিজের পরবর্তী সিনেমা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।