যাত্রাপালার নায়িকা হতে ৯ কেজি ওজন বাড়ালেন ভাবনা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার দেখা দেবেন যাত্রাপালার নায়িকার ভূমিকায়। ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নামের একটি সিনেমার জন্য নিজের শরীর ও ভাবনায় এনেছেন বড় পরিবর্তন—চরিত্রের সঙ্গে খাপ খাওয়াতে বাড়িয়েছেন ৯ কেজি ওজন।
ছবিটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম, যিনি এর আগে ‘নির্বাণ’ ছবির মাধ্যমে পরিচিতি পান এবং মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অর্জন করেন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড।
চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুরের গোবিন্দপুর এলাকায় যাত্রার সেট নির্মাণ করে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়। এই সিনেমায় ভাবনার পাশাপাশি অংশ নিয়েছেন বাস্তব যাত্রাশিল্পীরাও। ভাবনার ভাষ্য, “চরিত্র ফুটিয়ে তুলতে হলে ওজন বাড়ানো জরুরি ছিল। আমি নিজেই নির্মাতার সঙ্গে আলোচনা করে ৯ কেজি ওজন বাড়িয়েছি।”
সিনেমার পটভূমিতে হারিয়ে যাওয়া যাত্রা
পরিচালক আসিফ ইসলাম জানান, শৈশব থেকেই যাত্রার প্রতি তাঁর গভীর আকর্ষণ। “ছোটবেলায় গ্রামে নিয়মিত যাত্রা দেখতাম। আলো, সংগীত, মঞ্চসজ্জা—সবকিছু মুগ্ধ করত। ২০১৮ সালে আবার একটি যাত্রা পালা দেখি—‘নবাব সিরাজউদ্দৌলা’। তখনই মনে হলো, এই সংস্কৃতির রূপ বদলে গেছে, হারিয়ে যাচ্ছে পুরোনো সেই ঐতিহ্য,” বলেন তিনি।
তিনি জানান, বর্তমানে যাত্রাপালা অনেকটাই বাণিজ্যিক বিনোদনের দিকে ঝুঁকে পড়েছে। সেই পরিবর্তন এবং টিকে থাকার সংগ্রামের গল্পই বলবে ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। মঞ্চে উঠে আসা এক ‘প্রিন্সেস’-এর চোখে ধরা পড়বে যাত্রার রূপান্তর।