দিনাজপুরে বোনের বাসা থেকে গ্রেপ্তার গাইবান্ধার সাবেক এমপি শাহ সারওয়ার
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবিরকে দিনাজপুরে তার বোনের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের ঈদগাহ বস্তি এলাকার ‘দীবা গার্ডেন’ নামে একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. মতিয়ার রহমান। তিনি জানান, গ্রেপ্তারের পর শাহ সারওয়ারকে থানায় নেওয়া হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দিনাজপুরে আত্মগোপনে ছিলেন তিনি।
পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, শাহ সারওয়ার কবিরের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে এবং ভাঙচুর-অগ্নিসংযোগসহ অন্তত দুটি মামলা রয়েছে, যেগুলো গাইবান্ধা সদর থানায় দায়ের হয়েছে।
শাহ সারওয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
0 Comments