পালক পিতার মৃত্যু, রিয়ামণিকে ‘বয়কট’ করলেন হিরো আলম — প্রতিক্রিয়ায় রিয়ামণি বললেন, ‘উনি মানসিকভাবে ঠিক নেই’
দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক পিতা আবদুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টায় ঢাকার একটি সরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হিরো আলম নিজেই।
তবে এই শোকের মাঝেই শুরু হয়েছে ব্যক্তিগত সম্পর্ক ঘিরে নতুন বিতর্ক। পালক বাবার মৃত্যুর সময় পাশে না থাকায় নিজের স্ত্রী ও মডেল রিয়ামণিকে জীবন থেকে ‘বয়কট’ করার ঘোষণা দিয়েছেন হিরো আলম।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “রিয়ামণিকে আমি জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হাসপাতালেই ছিলেন, আর সে বিভিন্ন ছেলেদের সঙ্গে নাচ-গানে ব্যস্ত ছিল। তার পরিবারের কেউ আমার বাবাকে দেখতে আসেনি। বাবা বেঁচে থাকতে যদি কেউ দেখতে না আসে, তাহলে আমার বিপদে কে পাশে থাকবে?”
তিনি আরও লেখেন, “রিয়ামণি ঢাকার বিভিন্ন বারে নাচ করে। আমি চেষ্টা করেছিলাম তাকে ভালো পথে আনার। কিন্তু ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি থাকে না। খুব শিগগিরই সবাই বুঝবেন, রিয়ামণি আসলে কেমন।”
হিরো আলমের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় গণমাধ্যমে মুখ খুলেছেন রিয়ামণিও। তিনি বলেন, “উনি মানসিকভাবে ঠিক নেই। যেহেতু উনার বাবা মারা গেছেন, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না।”
পরে এক ফেসবুক পোস্টে রিয়ামণি লেখেন, “আমরা যেহেতু বিনোদনের মানুষ, তাই সবসময় চেষ্টা করি পারসোনাল বিষয় সামনে না আনতে। কিন্তু আলম যেভাবে বাড়াবাড়ি শুরু করেছেন, তাতে আর চুপ থাকা সম্ভব হচ্ছে না।”
উল্লেখ্য, একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামণির সঙ্গে ঘনিষ্ঠ হন হিরো আলম। এরপরই তার দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান ডিভোর্স দেন। পরবর্তীতে হিরো আলম রিয়ামণিকে বিয়ে করেন এবং তার সঙ্গে বেশ কয়েকটি কনটেন্টেও জুটি বাঁধেন।
0 Comments