ঝিনাইদহে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে সড়ক অবরোধ
ঝিনাইদহে পাওনা
টাকা চাওয়াকে কেন্দ্র করে
মোহাম্মদ আলী (৬০)
নামে এক মুদি
দোকানিকে পিটিয়ে হত্যা
করা হয়েছে। মঙ্গলবার (১৫
এপ্রিল) দুপুর ১২টার
দিকে সদর উপজেলার বাদপুকুর গ্রামে
এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী
ওই গ্রামের মৃত
কেনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,
সকালে পাওনা টাকা
চাইতে গেলে স্থানীয় আসাদুল
ইসলাম ও তার
বাবা আশকর আলী
মিলে মোহাম্মদ আলীকে
বেধড়ক মারধর করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে
উদ্ধার করে ঝিনাইদহ সদর
হাসপাতালে নেওয়ার পথে
তিনি মারা যান।
এ
ঘটনার পর রাত
পৌনে ১০টার দিকে
নিহতের স্বজন ও
এলাকাবাসী ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের উত্তর
নারায়ণপুর ত্রিমোহনী মোড়ে
লাশ নিয়ে সড়ক
অবরোধ করে বিক্ষোভ শুরু
করেন। এতে দুই
পাশে তীব্র যানজটের সৃষ্টি
হয়।
স্বজনদের অভিযোগ,
দুপুরে হত্যার ঘটনা
ঘটলেও ঝিনাইদহ সদর
থানা মামলা নিতে
গড়িমসি করছে। নিহতের
ছেলে মশিয়ার রহমান
বলেন, “পাওনা টাকা
চাইতে গিয়ে আমার
বাবাকে প্রকাশ্যে পিটিয়ে
হত্যা করা হয়েছে।
মামলা না করার
জন্য আমাদের নানা
চাপ দেওয়া হচ্ছে।”
এ
বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ
সুপার ইমরান জাকারিয়া জানান,
“স্বজনরা কেন বিক্ষোভ করছেন,
তা খতিয়ে দেখা
হচ্ছে। মামলা গ্রহণে
পুলিশের কোনো বাধা
নেই—অবশ্যই মামলা
নেওয়া হবে।”
0 Comments