মগবাজারে রেললাইনে আটকে যায় বাস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
রাজধানীর মগবাজার রেললাইনে যাত্রীবাহী একটি বাস আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা যাত্রীরা।
শুক্রবার রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তৌকির আহমেদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী।
ভিডিওতে দেখা যায়, আজমেরী গ্লোরী পরিবহনের বাসটি এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাওয়ার পথে রেললাইনে উঠে হঠাৎ আটকে যায়। চালক বারবার চেষ্টা করেও বাসটি সামনে বা পেছনে সরাতে পারছিলেন না। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন আসতে থাকে।
বাসটি রেললাইনে আটকে থাকায় গেটকিপারও রেলগেটের ব্যারিয়ার নামাতে পারছিলেন না। তিনি বাঁশি বাজিয়ে আশপাশের মানুষকে সতর্ক করার চেষ্টা করেন। আতঙ্কে যাত্রীরা বাসের জানালা দিয়ে একে একে নিচে নামতে থাকেন।
শেষমেশ চালক কোনোরকমে বাসটি কিছুটা পেছনে নিতে সক্ষম হন, আর তাতেই রক্ষা পান সবাই। মাত্র কয়েক সেকেন্ড পরই দ্রুতগতির ট্রেনটি রেলগেট অতিক্রম করে।
সৌভাগ্যবশত, এ ঘটনায় কেউ আহত হননি এবং কোনো দুর্ঘটনাও ঘটেনি।
0 Comments