📰 শিরোনাম:

চট্টগ্রামে প্রেমিক রণজিতকে ছাদ থেকে ফেলে হত্যা, প্রেমিকা রুনা আক্তার গ্রেফতার

📄 সংক্ষিপ্ত প্রতিবেদন:

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় মোবাইল ফোন ও নগদ টাকা হাতিয়ে নিতে প্রেমিক রণজিত দত্তকে নির্মমভাবে হত্যা করেছেন প্রেমিকা রুনা আক্তার ও তার সহযোগী। পরিকল্পিতভাবে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করার পর রণজিতকে ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়।

ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যে ঘাতক রুনা আক্তার ও তার সহযোগী ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।

পুলিশ জানায়, রণজিত দত্তের সঙ্গে রুনার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী রণজিতকে বাসায় ডেকে এনে নেশা খাইয়ে তার মোবাইল ও মানিব্যাগ হাতিয়ে নেওয়া হয়। এরপর তাকে পাশের ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা।

ঘটনার তদন্তে পুলিশ কললিস্ট ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে। নিহতের স্ত্রী শিপ্রা মজুমদার ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন।