পরীক্ষার সঙ্গে জড়িত না—এক লাখ ২০ হাজার টাকার সম্মানী ফিরিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা
নার্সিং পরীক্ষায় কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলেও এক লাখ ২০ হাজার টাকার সম্মানী পান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তবে সেটি গ্রহণ না করে ফেরত দিয়েছেন তিনি।
সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় নিজেই এ তথ্য জানান তিনি।
বাংলাদেশ রেলওয়ে হাসপাতালগুলোর সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় তিনি বলেন,
“আমি তো পরীক্ষার সঙ্গে জড়িত নই, তাহলে এই টাকা আমি নেব কেন?”
তিনি জানান, নার্সিং পরীক্ষার খাতা মূল্যায়ন বা বোর্ড সংশ্লিষ্ট যারা সরাসরি যুক্ত থাকেন, তারা সম্মানি পাওয়ার যোগ্য। কিন্তু তিনি কোনোভাবে এতে যুক্ত না থাকলেও তাঁর নামে অর্থ বরাদ্দ হয়।
“নিয়ম অনুযায়ী এটা আমার প্রাপ্য নয়, তাই ফেরত দিয়েছি”— বলেন তিনি।
সভায় রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানও অফিস সময়ের সভাগুলোর জন্য কোনো সম্মানি গ্রহণ না করার নির্দেশনার কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন,
“জিনিস চাপিয়ে দিলে হয় না, আমি না নেই, কেউ যদি মনে করে নিবে—তবে সেটা তার বিবেচনা।”
নূরজাহান বেগম আরও বলেন, অনেক সময় সভার জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ থাকে, তবে কারা গ্রহণ করবেন আর কারা করবেন না, সেটি ব্যক্তির সিদ্ধান্ত। পাশাপাশি এ নিয়ে কাউকে বাধ্য না করার পক্ষেও মত দেন তিনি।
0 Comments