টঙ্গীতে দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে মা আটক

গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের মা সালেহা বেগমকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন মালিহা আক্তার (৬) ও আবদুল্লাহ বিন ওমর (৪)।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় সেতু ভিলা নামের একটি আটতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্ল্যাট থেকে শিশুদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে রক্তমাখা একটি বঁটিও জব্দ করা হয়েছে। ঘটনার সময় ফ্ল্যাটে সালেহা বেগম ছাড়া অন্য কেউ ছিলেন না বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে সালেহা সন্তানদের হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তবে কী কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি।

সালেহার মা শিল্পি বেগম জানান, সালেহা দীর্ঘদিন ধরে মাইগ্রেনে ভুগছিলেন এবং মাঝে মাঝে আচরণে কিছুটা অস্বাভাবিকতা দেখা যেত। তবে এমন চরম পদক্ষেপ তিনি কখনও নেবেন, তা ভাবেননি কেউ।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, সালেহার মানসিক অবস্থা যাচাইয়ে চিকিৎসকদের সহায়তা নেওয়া হবে।