অস্ত্রোপচার না করেই রোগীর পেট সেলাইয়ের অভিযোগ, ভৈরবে চাঞ্চল্য
ভৈরবে অস্ত্রোপচার শুরু করেও তা সম্পন্ন না করে রোগীর পেট সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় রোগীর পরিবার চরম ক্ষোভ প্রকাশ করেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভৈরবের নিউটাউন মোড় এলাকার মেডিল্যাব জেনারেল হাসপাতাল ও ডায়াবেটিক সেন্টারে। ভুক্তভোগী রোগী শিল্পী বেগম নরসিংদীর পটিয়া গ্রামের প্রবাসী মাসুম মিয়ার স্ত্রী।
জানা গেছে, গত বুধবার সকালে তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন শিল্পী বেগম। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার পেটে জটিল টিউমার রয়েছে এবং দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন। ৫০ হাজার টাকার চুক্তিতে তাকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচার শুরু হলেও তা সম্পন্ন না করে মাঝপথে পেট সেলাই করে দেন চিকিৎসক।
রোগী ও তার স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচার থিয়েটার থেকে বের করে জানানো হয় যে, রোগীর অবস্থা জটিল হওয়ায় পুরো অস্ত্রোপচার সম্ভব হয়নি। দুই-এক মাস বিশ্রামের পর ঢাকায় গিয়ে আবার অপারেশন করানোর পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে পরিবারের চাপে হাসপাতাল কর্তৃপক্ষ ভুল স্বীকার করে এবং লিখিতভাবে ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেয়।
রোগীর মেয়ে তানজিনা বলেন, “যদি তারা অপারেশন সম্পন্ন করতে না পারেন, তাহলে তা শুরুই করলেন কেন?”
এ বিষয়ে হাসপাতালের মালিক ডা. একেএম জাহাঙ্গীর আলম জানান, অপারেশনের সময় দেখা যায় টিউমার পেটের অন্যান্য অঙ্গের সঙ্গে পেঁচিয়ে আছে। তখন রোগীর জীবনের ঝুঁকি বিবেচনায় অপারেশন বন্ধ রাখেন তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর বলেন, “রোগীর চিকিৎসায় গাফিলতি বা অবহেলা হয়ে থাকলে প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”
0 Comments