এবার কোথায় পালাবেন ওবায়দুল কাদের?
"পালাব না, পালাব না!" — ২০২৪-এর গণ-অভ্যুত্থানের সময় এমনই বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু বাস্তবে ঠিকই দেশ ছাড়েন তিনি। নিজে পালালেও ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে থাকা এই শীর্ষ নেতা বিপদে ফেলে গেছেন দলের অনেক নেতাকর্মীকে।
বর্তমানে আরাম-আয়েশে কাটছে তার দিন। কলকাতার অভিজাত রাজারহাট নিউটাউনের ডিএলএফ নিউটাউন হাইটস প্লাজায় স্ত্রীকে নিয়ে নিশ্চিন্তে বাস করছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠেছে—এবার কোথায় পালাবেন ওবায়দুল কাদের?
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ১২ জন নেতার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে ‘রেড নোটিশ’ জারির জন্য আবেদন করা হয়েছে। ওই তালিকায় নাম রয়েছে ওবায়দুল কাদেরেরও।
ইন্টারপোলের রেড নোটিশ আসলে কী?
রেড নোটিশ বা রেড অ্যালার্ট হচ্ছে ইন্টারপোলের একটি আন্তর্জাতিক সতর্কবার্তা, যার মাধ্যমে কোনো দেশের অনুরোধে পলাতক আসামিকে বিশ্বজুড়ে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সহায়তা চাওয়া হয়। সাধারণত, এই ধরণের নোটিশ তখনই জারি হয়, যখন সংশ্লিষ্ট ব্যক্তি ফৌজদারি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি এবং বিদেশে আত্মগোপন করছেন।
বাংলাদেশের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (NCB)। তিনটি ধাপে আবেদন করে তারা শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ চেয়েছে। প্রমাণ ও তথ্যসহ এসব আবেদন এখন ইন্টারপোল সদর দপ্তরের যাচাই-বাছাইয়ের অপেক্ষায়।
ইন্টারপোল নোটিশ জারি করলে, বিশ্বের ১৯৫টি সদস্য রাষ্ট্রে ছড়িয়ে যাবে সেই সতর্কবার্তা। এতে অভিযুক্তদের ছবি, পরিচয়, অপরাধের বিবরণ এবং সম্ভাব্য অবস্থানের তথ্যও থাকবে।
এখন দেখার বিষয়—কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটে বসে নিশ্চিন্ত দিন কাটানো ওবায়দুল কাদের, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর কতদিন সে আরাম ধরে রাখতে পারবেন?
0 Comments