ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করল পাকিস্তান
ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করা হলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। রোববার ভোরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইসলামাবাদ যুদ্ধবিরতির বিষয়ে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভারত সরকারের অভিযোগ ভিত্তিহীন।
বিবৃতিতে বলা হয়েছে, "পাকিস্তান ভারতের সঙ্গে সম্মত যুদ্ধবিরতির বিশ্বস্তভাবে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। পাক বাহিনী দায়িত্ব ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।"
এছাড়া বিবৃতিতে আরও বলা হয়, "যুদ্ধবিরতি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে তা যথাযথ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত। স্থলবাহিনীর সদস্যদের সংযম প্রদর্শন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
এর আগে শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এক টুইট বার্তায় জানান, ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেন, "এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সবসময়ই চেষ্টা করে যাচ্ছে, তবে সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রশ্নে কোনো আপস করা হবে না।"
এই ঘোষণার কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় জানান, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছেছে।
পাকিস্তানের বেসরকারি টেলিভিশন জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, "যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। আজ বিকেল সাড়ে চারটা (পাকিস্তানের সময়) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।"
ভারতের পক্ষ থেকেও একই ধরনের ঘোষণা এসেছে। ভারত জানিয়েছে, শনিবার বিকাল পাঁচটা (ভারতীয় সময়) থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে কোনো ধরনের গুলি বা হামলা চালাবে না।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) শনিবার ভারতীয় সময় দুপুর ৩টা ৩৫ মিনিটে ভারতের ডিজিএমও-কে ফোন করে আলোচনা করেন। উভয় পক্ষ সম্মত হয় বিকাল পাঁচটা থেকে উভয় দেশ সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে।
0 Comments