কাশ্মীর হামলায় দোষীদের ‘কল্পনার অতীত’ শাস্তির হুঁশিয়ারি মোদীর
কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিহারে জাতীয় পঞ্চায়েতরাজ দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, “যারা এই হামলা চালিয়েছে, তাদের এমন শাস্তি দেওয়া হবে যা কল্পনারও অতীত। দেশ কখনোই তাদের ছাড় দেবে না।”
তিনি বলেন, “আমি বিহারের মাটি থেকে বিশ্ববাসীকে বলতে চাই—ভারত প্রত্যেক সন্ত্রাসী এবং তাদের মদতদাতাদের চিহ্নিত করবে, এবং পৃথিবীর শেষ প্রান্তে গিয়েও শাস্তি নিশ্চিত করবে।”
দেশবাসীর উদ্দেশে মোদী বলেন, “পহেলগামের নির্মম হামলায় পুরো জাতি শোকাহত। কিন্তু সন্ত্রাস কখনোই ভারতের মনোবল ভাঙতে পারবে না। ন্যায়বিচারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।”
হামলার পর যারা ভারতের পাশে দাঁড়িয়েছেন, সেইসব দেশের নেতৃত্ব ও নাগরিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
0 Comments