চলতি বছর বাংলাদেশে ৩০ লাখ মানুষ নতুন করে ‘অতি গরিব’ বা হতদরিদ্র শ্রেণিতে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক।
বুধবার প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক ধীরগতির কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। একইসঙ্গে, চলতি বছর শ্রমবাজারও দুর্বল থাকতে পারে।

বিশ্বব্যাংকের হিসাবে, দিনে ২.১৫ ডলারের কম আয় করলে কাউকে ‘অতি দরিদ্র’ ধরা হয়। ২০২২ সালে এ হার ছিল ৫ শতাংশ, যা ২০২৫ সালের মধ্যে বেড়ে ৯.৩ শতাংশে পৌঁছাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই হিসাব ক্রয়ক্ষমতার সমতা (PPP) ভিত্তিক, যা অনুযায়ী, দিনে ২.১৫ ডলার আয় করলে ন্যূনতম প্রয়োজনীয় পণ্য ও সেবা কেনা সম্ভব না হলে তা ‘আন্তর্জাতিক দারিদ্র্যরেখা’র নিচে পড়ে।