**ইসরায়েলের সঙ্গে সংঘাত এড়াতে গোপন আলোচনা চালিয়ে যাচ্ছে তুরস্ক: রয়টার্স**
প্রকাশ্যে ইসরায়েলবিরোধী বক্তব্য ও হুমকির সুরে কথা বললেও, সংঘাত এড়াতে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তুরস্ক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যেন সরাসরি কোনো যুদ্ধ না বাঁধে, সে লক্ষ্যে আঙ্কারা গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় সংঘাতপূর্ণ এলাকায় তুরস্ক ও ইসরায়েলি সেনাদের অবস্থান তৈরি হয়েছে বাশার আল-আসাদের পতনের পর থেকেই। সেখানে কোনো ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘর্ষ এড়াতে, স্থানীয় সময় ৯ এপ্রিল বুধবার আজারবাইজানে আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধিরা।
রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে, আঙ্কারা ও তেলআবিবের মধ্যে একটি যোগাযোগ চ্যানেল চালুর উদ্দেশ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ন্যাটো সদস্য দেশ হিসেবে তুরস্কের রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক সেনা। সামরিক সক্ষমতার দিক থেকে ইউরেশিয়ার এ দেশটি শক্ত অবস্থানে থাকলেও, ইসরায়েলের প্রতিক্রিয়া ও সম্ভাব্য সংঘাতের পরিণতি বিবেচনায় তুরস্ক সর্তক অবস্থানে রয়েছে।
রয়টার্স আরও জানায়, গত সপ্তাহে তুরস্কের সেনারা সিরিয়ার অন্তত তিনটি সামরিক ঘাঁটি পরিদর্শন করেছে। এরদোয়ান প্রশাসন একে যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে ব্যাখ্যা করলেও, বিষয়টি মেনে নেয়নি ইসরায়েল। বরং পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং হুঁশিয়ারি দেয়— সিরিয়ার ওপর তুরস্কের নিয়ন্ত্রণের চেষ্টা চললে, ভবিষ্যতেও এমন হামলা অব্যাহত থাকবে।
0 Comments