পলাতক শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন ইন্টারপোলে

পতিত স্বৈরশাসক শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি এসব ব্যক্তি বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই বাংলাদেশের আদালতে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ইন্টারপোলের কাছে তিন ধাপে এসব আবেদন পাঠানো হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত হয়।

শেখ হাসিনার পাশাপাশি যাঁদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে, তাঁরা হলেন—
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক,
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ,
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক,
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল,
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস,
সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক,
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ,
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং
সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

ইন্টারপোল সাধারণত বিদেশে পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয়ে কাজ করে। এর পাশাপাশি, যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেইসব দেশের সহায়তায় এসব পলাতকদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনো সেখানেই অবস্থান করছেন।