উর্বশী রাউতের বিস্ময়কর দাবি, ক্ষুব্ধ উত্তর ভারতের পুরোহিতরা
অভিনয়ের চেয়ে ব্যক্তিগত মন্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই বেশি আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবার তাঁর এক মন্তব্যে চরম ক্ষোভে ফেটে পড়েছেন উত্তর ভারতের একাংশ পুরোহিত সমাজ।
অভিনেত্রীর এই মন্তব্যের ভিডিও দ্রুত সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কেউ কেউ বিষয়টিকে রসিকতা হিসেবে নিলেও, পুরোহিতদের একাংশ এই মন্তব্যকে অসম্মানজনক ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন।
বদ্রীনাথ মন্দিরের প্রাক্তন পুরোহিত ভুবনচন্দ্র উনিয়াল জানান, বদ্রীনাথ সংলগ্ন যে 'উর্বশী মন্দির' রয়েছে, তা সতীর ১০৮ শক্তিপীঠের একটি। সেখানে বিরাজমান দেবী উর্বশী সতীরই এক বিশেষ রূপ। তিনি বলেন, “একজন অভিনেত্রীর এই ধরনের মন্তব্য অশালীন ও আপত্তিকর। সরকারের উচিত তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা।”
এই প্রতিক্রিয়ার সূত্র ধরে বামনি ও পাণ্ডুকেশ্বর এলাকার পুরোহিতরাও উর্বশীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি সামাজিক মাধ্যমেও অভিনেত্রীকে নিয়ে সমালোচনার ঝড় বইছে।
উল্লেখ্য, এই প্রথম নয়—সম্প্রতি বাবার সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে বিতর্কে জড়ান উর্বশী। এর আগে শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনা করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। বলা চলে, উর্বশীর চারপাশে বিতর্ক যেন এখন নিত্যসঙ্গী।
0 Comments