গাজায় মানবিক সহায়তায় যেতে চান সিলেটের ১০০ নার্স

গাজায় ইসরাইলি হামলায় আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে স্বেচ্ছাসেবী হিসেবে সেখানে যেতে চান সিলেটের ১০০ নার্স ও নার্সিং শিক্ষার্থী। এ লক্ষ্যে সরকারের সহযোগিতা চেয়ে রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।

নার্সদের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেন নর্থ ইস্ট নার্সিং কলেজের রেজিস্টার্ড মিডওয়াইফ আয়শা সিদ্দিকা প্রিয়া। ইতোমধ্যে সিলেট বিভাগের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট থেকে ১০০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে।

নার্সিং শিক্ষার্থীরা জানান, “আমরা গাজায় গিয়ে আহতদের সেবা দিতে চাই। যুদ্ধে অংশ নিতে না পারলেও, একজন চিকিৎসাসেবী হিসেবে মানবিক সহায়তা দিতে প্রস্তুত আছি।”

সরকারের প্রধান উপদেষ্টা ও ছয় উপদেষ্টার বরাবর স্মারকলিপিতে সহায়তা কামনার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনাও জানানো হয়েছে।