🟥 কনের বেশে হবু শাশুড়ি! বিয়ের আসরে ঘোমটা উঠতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর সত্য
মিরাট (উ.প্র.) — ঘোমটার আড়ালে লুকিয়ে ছিল এক বিশাল চমক! পাত্রীর বদলে বিয়ের মণ্ডপে কনের বেশে বসে ছিলেন স্বয়ং হবু শাশুড়ি! পাত্রের চোখে মুখে তখন শুধু বিস্ময়ের ছাপ। ঘটনার জেরে শেষমেশ থানা পর্যন্ত গড়াল পুরো বিষয়টি।
২২ বছর বয়সী মোহাম্মদ আজিম, পাত্র হিসেবে একেবারে প্রস্তুত ছিলেন বিয়ের জন্য। পাত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছিল ২১ বছর বয়সী মানতাশাকে। গত ৩১ মার্চ, ভাই নাদিম বিয়ের প্রস্তাব নিয়ে যান মানতাশার বাড়ি। সবকিছু ঠিকঠাক। আনন্দ-উৎসবের মধ্যেই চলছিল বিয়ের প্রস্তুতি।
কিন্তু, আসল ধাক্কাটা আসে বিয়ের মঞ্চে।
কাজী যখন পাত্রীর নাম উচ্চারণ করেন, তখনই কেমন একটা অস্বস্তি বোধ করেন আজিম। সন্দেহ আরও বাড়ে। তৎক্ষণাৎ কনের ঘোমটা তুলে দেখেন তিনি। আর সেখানেই ঘটে গেল নাটকীয় মোড়—বধূবেশে বসে আছেন তার হবু শাশুড়ি!
বিয়ের আসরেই আজিম স্পষ্ট জানিয়ে দেন, এই বিয়ে তিনি মেনে নিতে পারবেন না। দুই পরিবারের মধ্যে তীব্র বচসা বেধে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আজিম আসর ছেড়ে পালিয়ে যান।
প্রায় এক সপ্তাহ পর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন আজিম। মিরাট পুলিশ জানিয়েছে, প্রতারণার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
0 Comments