বন্ধ হয়ে গেল ভাইরাল ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’

ঝালকাঠি শহরের আলোচিত ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’ হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। একসময় ভাইরাল হওয়া এই হোটেলটি নানা ব্যস্ততা ও পরিশ্রমের কারণে আর চালিয়ে যেতে পারছেন না মালিক ইমন চৌধুরী।

ইমন চৌধুরী, ঝালকাঠি পৌর শহরের বাসিন্দা, এক সময় হার্ডওয়্যারের দোকানের পাশাপাশি ঠিকাদারির কাজ করতেন। তবে গত ৫ আগস্ট সরকার পতনের পর তার ব্যবসা ও ঠিকাদারি কাজ ধাক্কা খায়। পরিস্থিতি সামাল দিতে শহরের ব্র্যাকমোড়ে একটি ভাতের হোটেল খুলে বসেন তিনি। হোটেলের নাম দেন ব্যতিক্রমী—‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’।

এই অদ্ভুত নাম থেকেই শুরু হয় জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ‘হাউন আঙ্কেলের’ গল্প। ভাইরাল হয়ে যায় তার হোটেলটি। দূর-দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমাতো শুধুই ভাত খেতে নয়, বরং ‘হাউন আঙ্কেলের’ অভিজ্ঞতাটাই নিতে।

তবে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় হোটেলটি। স্থানীয় বাসিন্দা জাকির সরদার বলেন, “হাউন আঙ্কেলের হোটেল খোলার পর শহরের আলোচনায় চলে আসে। কিন্তু প্রায় এক মাস ধরে হোটেলটি বন্ধ দেখছি। কেন বন্ধ হয়েছে, তা জানি না।”

হোটেল মালিক ইমন চৌধুরী জানান, “নামটার জন্যই হোটেলটা ভাইরাল হয়। চলছিলও খুব ভালো। কিন্তু আমি আবার ঠিকাদারির কাজে ফিরে গেছি। হোটেল চালাতে অনেক পরিশ্রম হয়, ভোরবেলা উঠতে হয়। সবকিছু মিলিয়ে হোটেল চালু রাখা সম্ভব হয়নি।”

হাউন আঙ্কেলের ভাতের হোটেল এখন শুধু স্মৃতি হয়ে থাকল ঝালকাঠিবাসীর মনে।