প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন সম্ভব নয় : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, প্রশাসন বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষে পক্ষপাতদুষ্ট আচরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় অন্তরায়। তিনি বলেন, "এ ধরনের প্রশাসনের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।"
বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে আলোচনার বিষয়ে নাহিদ ইসলাম জানান, “আমরা সংস্কার কমিশনে যে প্রস্তাবনা জমা দিয়েছি, সেগুলোর কথা কূটনীতিকদের জানিয়েছি। আমাদের তিনটি প্রধান দাবি—সংস্কার, বিচার এবং গণপরিষদ নির্বাচন—উল্লেখ করেছি।” তিনি বলেন, “এগুলো কেবল ন্যূনতম সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের লক্ষ্যে আমাদের কাজ চলছে।”
বর্তমান প্রশাসন সম্পর্কে তিনি বলেন, “মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। আমাদের দলের অনেক নেতাকর্মীর ওপর হামলা হয়েছে, কিন্তু প্রশাসন সেসব ক্ষেত্রে নিরব থেকেছে।”
নাহিদ অভিযোগ করেন, “বিভিন্ন জায়গায় প্রশাসনের নিরব ভূমিকা এবং চাঁদাবাজির অভিযোগও রয়েছে। আমরা দেখছি, অনেক ক্ষেত্রেই প্রশাসন বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে।”
তিনি আরও বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র ও পুলিশ বাহিনী গঠন জরুরি। না হলে, জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেটি বিবেচনার বিষয় হয়ে দাঁড়াবে।”
0 Comments