ওডেসায় রুশ ড্রোন হামলায় ২ নিহত, আহত ১৫
ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলীয় শহর ওডেসায় বৃহস্পতিবার ভোরে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুই জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি স্থানে আগুন লাগার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় জরুরি বিভাগ। খবর রয়টার্সের।
ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানান, হামলায় আবাসিক ভবন, ব্যক্তিগত বাড়ি, একটি সুপারমার্কেট, একটি স্কুল এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু জায়গায় আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস কাজ করছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় রেল সংস্থা উক্রজালিজনিতসিয়া জানায়, হামলায় রেললাইন, বৈদ্যুতিক সংযোগ ও তিনটি মালবাহী ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের একজন ছিলেন এই সংস্থারই কর্মী, যিনি নিজ বাড়িতে নিহত হন।
রেল সংস্থা আরও জানায়, ট্রেন চলাচল সচল রাখতে দ্রুত মেরামতকাজ চলছে এবং মালবাহী ট্রেনগুলো বিকল্প পথে চলাচল করছে। যাত্রীবাহী ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী চলছে।
ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্যমতে, ওই রাতে রাশিয়া ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৭০টি ড্রোন ব্যবহার করে। এর মধ্যে ৭৪টি ড্রোন ভূপাতিত এবং ৬৮টি ড্রোন ইলেকট্রনিক ব্যবস্থা দিয়ে নিস্ক্রিয় করা হয়েছে। তবে বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো কোথায় আঘাত হেনেছে, তা এখনো জানা যায়নি।
0 Comments