রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলায় নিহত ৯
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় বৃহস্পতিবার রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেহ কিপার জানিয়েছেন, হামলায় একটি বহুতল আবাসিক ভবন, সুপারমার্কেট ও একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার কিছু সময় পর রুশ নিয়ন্ত্রিত দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের ওলেশকি শহরে ইউক্রেনের ড্রোন হামলায় সাতজন নিহত হয়েছেন বলে দাবি করেন মস্কো নিযুক্ত কর্মকর্তা ভ্লাদিমির সালদো। তিনি জানান, ওই হামলা চালানো হয় একটি জনাকীর্ণ বাজারে। যদিও ইউক্রেনীয় বাহিনীর দাবি, তারা রুশ সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল এবং এতে দুজন সেনা নিহত হয়।
ওডেসার মেয়র হেনাদি ট্রুখানভ বলেন, শহরের বিভিন্ন এলাকায় বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ধ্বংসস্তূপ ও বিস্ফোরণের চিত্র দেখা গেলেও এর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এছাড়া খারকিভ ও সুমি শহরেও হামলার খবর পাওয়া গেছে।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি চুক্তিতে স্বাক্ষর করেছে, যার আওতায় দুই দেশ যৌথভাবে জ্বালানি ও খনিজ সম্পদ আহরণ এবং ইউক্রেনের পুনর্গঠন বিনিয়োগ তহবিল গঠনে একমত হয়েছে।
অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ৮ থেকে ১১ মে পর্যন্ত একটি সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইউক্রেন ৩০ দিনের একটি পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
0 Comments