যুক্তরাষ্ট্রের জোরালো কূটনৈতিক প্রচেষ্টায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ৪৮ ঘণ্টার টানা কূটনৈতিক প্রচেষ্টায় ভারত ও পাকিস্তান একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কো রুবিও নিজেই এই তথ্য জানিয়েছেন। তিনি লেখেন, “ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত।”

তিনি দুই দেশের নেতাদের প্রশংসা করে আরও বলেন, “শান্তির পথ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যে প্রজ্ঞা, বিচক্ষণতা ও রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।”

রুবিও জানান, তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত ৪৮ ঘণ্টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছেন।

এদিকে শনিবার, নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক ঘোষণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনা শেষে ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও দুরদৃষ্টি প্রদর্শনের জন্য দুই দেশকেই অভিনন্দন।”