কুড়িগ্রামে জমি বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা, বাবা-মাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের স্কুলপড়ুয়া কন্যাকে নৃশংসভাবে হত্যা করেছেন বাবা-মা। এ ঘটনায় পুলিশ জাহিদুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করেছে।

সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম সদর উপজেলার কাগজিপাড়া এলাকার বাসিন্দা। নিহত জান্নাতি খাতুন (১৫) তার ৯ম শ্রেণির শিক্ষার্থী কন্যা।

পুলিশ জানায়, জাহিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মজিবর রহমানের ৩২ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গত শনিবার গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে স্ত্রী মোর্শেদা বেগম ও ভাইয়ের স্ত্রী শাহিনুর বেগমের সহযোগিতায় জান্নাতিকে রড ও দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ ভুট্টা খেতে ফেলে দেওয়া হয় এবং ঘটনাস্থলে খড়ের পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনার পর নিহতের চাচা মো. খলিল হক থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে প্রকৃত ঘটনা উদঘাটন হলে মাত্র ৪ ঘণ্টার মধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করে ডিবি ও থানা পুলিশের যৌথ টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি বজলার রহমান জানান, আদালতে গ্রেফতারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।