রিয়াল মাদ্রিদ ছাড়ার আগেই ব্রাজিলের জাতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষণা এলো ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির নাম। সোমবার ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। ৬৫ বছর বয়সী আনচেলত্তি চলতি মৌসুম শেষে জুনে দায়িত্ব গ্রহণ করবেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, তিনি ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের কোচ হিসেবে কাজ শুরু করবেন।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি এদনালদো রদ্রিগেস বলেন, “আনচেলত্তিকে নিয়োগ দেওয়া শুধু একটি কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং এটি আমাদের উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ। আমাদের লক্ষ্য—আবারও ফিফা র্যাংকিংয়ে শীর্ষে ফিরে যাওয়া।”
তিনি আরও বলেন, “আনচেলত্তি ইতিহাসের অন্যতম সেরা কোচ। এখন তিনি বিশ্বের সেরা জাতীয় দলের দায়িত্বে রয়েছেন। আমরা একসঙ্গে ব্রাজিলীয় ফুটবলের গৌরবময় এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি।”
রিয়াল মাদ্রিদে দুই মেয়াদে দায়িত্ব পালন করে ১৫টি ট্রফি জিতেছেন আনচেলত্তি, যা তাকে ক্লাবটির ইতিহাসে অন্যতম সফল কোচে পরিণত করেছে। তবে তার বিদায়টা তেমন আনন্দের হচ্ছে না। রোববার মৌসুমের শেষ এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৪-৩ গোলের পরাজয়ের ফলে, চার বছর পর প্রথমবারের মতো কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে যাচ্ছে রিয়াল।
আনচেলত্তির বিদায়ের পর রিয়ালের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জাবি আলোনসো।
0 Comments