গাজায় ক্ষুধায় ৫১ শিশুর মৃত্যু, ইসরাইলি হামলায় নিহত আরও ৭০

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রান্তিসি হাসপাতালে অপুষ্টি, পানিশূন্যতা ও ক্ষুধায় সালেহ আল-সাকাফি নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। এ নিয়ে উপত্যকায় অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫১-এ।

গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ইসরাইলের পূর্ণ অবরোধের কারণে দীর্ঘদিন ধরে খাদ্য, পানি ও চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে না পারায় শিশু ও নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২ মার্চ থেকে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে ইসরাইল। ইউনিসেফ ইতিমধ্যে সতর্ক করেছে যে, গাজায় পাঁচ বছরের কম বয়সি প্রায় ৩ লাখ ৩৫ হাজার শিশু মারাত্মক অপুষ্টির কারণে মৃত্যুর মুখোমুখি।

অন্যদিকে গত ৪৮ ঘণ্টায় দখলদার ইসরাইলি বাহিনীর টানা হামলায় প্রাণ গেছে আরও অন্তত ৭০ জন ফিলিস্তিনির। আহত হয়েছেন ২৭৫ জন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও সাতটি মরদেহ। শনিবার সকাল থেকে একাধিক ড্রোন হামলায় নিহত হন ৩০ জন, যাদের মধ্যে গাজা শহরের দারাজ এলাকায় ২ জন ও খান ইউনিসের দক্ষিণে আরও একজন রয়েছেন।

গেল ১৮ মার্চ যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৩৯৬ জনে, আর আহতের সংখ্যা ৬,৩২৫। আর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৫২,৪৯৫ জন ফিলিস্তিনি; আহত হয়েছেন আরও ১,১৮,৩৬৬ জন।