ভারত-পাকিস্তান সংঘাত: যুদ্ধবিমান, পরমাণু অস্ত্র ও শক্তির হিসাব-নিকাশ

পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। কাশ্মীর ইস্যুতে বরাবরের মতোই পাকিস্তানের দিকেই অভিযোগের আঙুল তুলেছে ভারত। দিল্লি ইতোমধ্যে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু জলচুক্তি স্থগিতের ইঙ্গিত দিয়েছে, যা ইসলামাবাদের প্রতিক্রিয়াকে আরও ক্ষুব্ধ করে তুলেছে।

এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে। প্রশ্ন উঠছে—যদি সত্যিই যুদ্ধ শুরু হয়, তবে কার সামরিক শক্তি কতটা?

যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম:

  • ভারতের কাছে রয়েছে ৫১৩টি যুদ্ধবিমান, আর পাকিস্তানের কাছে ৩২৮টি।

  • ভারতের মোট বিমান ২,২২৯টি, যেখানে পাকিস্তানের আছে ১,৩৯৯টি।

  • হেলিকপ্টারের দিক থেকেও এগিয়ে ভারত—৮৯৯টি হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে ৮০টি অ্যাটাক হেলিকপ্টার। পাকিস্তানের হেলিকপ্টার ৩৭৩টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার ৫৭টি।

স্থল ও নৌবাহিনী:

  • ভারতের ট্যাঙ্ক সংখ্যা ৪,২০১, যেখানে পাকিস্তানের ২,৬২৭।

  • সেলফ-প্রপেলড আর্টিলারিতে পাকিস্তান এগিয়ে—৬৬২টির বিপরীতে ভারতের আছে মাত্র ১০০টি।

  • ফ্রিগেট: ভারত ১৪, পাকিস্তান ৯।

  • সাবমেরিন: ভারতের ১৮টি, পাকিস্তানের ৮টি।

পরমাণু শক্তির হিসাব:

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা Federation of American Scientists এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে:

  • ভারতের হাতে রয়েছে আনুমানিক ১৮০টি পারমাণবিক অস্ত্র

  • পাকিস্তানের হাতে রয়েছে প্রায় ১৭০টি পারমাণবিক অস্ত্র

বিশ্বে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্রের মালিক দুই দেশ—রাশিয়া (৪,২৯৯টি) এবং যুক্তরাষ্ট্র (৩,৭০০টি)। ভারতের মিত্র রাশিয়া যেমন শক্তিশালী পরমাণু শক্তি, তেমনই পাকিস্তানের মিত্র চীনও পিছিয়ে নেই—তাদের হাতে আছে প্রায় ৬০০টি পারমাণু অস্ত্র